মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাদার দেয়াল আর টিনের ছাপরা দেয়া ঘর। সম্প্রতি আগুনে পুড়ে গেছে। অবশিষ্ট রয়েছে শুধু পোড়ামাটি। অদূরেই দাঁড়িয়ে ঘরের মালিক ৭০ বছরের বৃদ্ধ রেমন্ড রাকোতনদ্রাসোয়া। কাদার দেয়াল আর টিনের ছাপরা দেয়া ঘর। সম্প্রতি আগুনে পুড়ে গেছে। অবশিষ্ট রয়েছে শুধু পোড়ামাটি। অদূরেই দাঁড়িয়ে ঘরের মালিক ৭০ বছরের বৃদ্ধ রেমন্ড রাকোতনদ্রাসোয়া। আহত কণ্ঠে বলেন, ‘বিছানার পাশের টেবিলটার ওপরেই রেখেছিলাম জ্বলন্ত মোমবাতিটি। সেটা বাতাসে পড়ে যায়। আগুন ধরে যায় আমার কাপড়-চোপড়ে। এরপর ঘরময় ছড়িয়ে পড়ে।’ ভাগ্যগুণে বেঁচে গেছেন রেমন্ড। কিন্তু হারিয়েছেন সর্বস্ব। সারাজীবনের সঞ্চয় হারিয়ে হয়েছেন সর্বহারা। মাদাগাস্কারের ছোট্ট দ্বীপগ্রাম আমবোহিমাসিনদ্রের বাসিন্দা রেমন্ডের এই দুর্দশার কারণ তার দারিদ্র্য। সর্বোচ্চ চেষ্টা করেও বিদ্যুতের সংযোগ নিতে পারেননি সদ্য অবসরে যাওয়া এই নির্মাণ শ্রমিক। তার মতো দেশের সিংহভাগ জনগণই হয় মোমবাতি না হয় কেরোসিনের প্রদীপের ওপর নির্ভর। যাদের একবার খেলে আরেকবার খাওয়ার নিশ্চয়তা থাকে না বিদ্যুৎ তাদের কাছে ‘বিলাসিতা’ ছাড়া আর কিছু নয়। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। দক্ষিণ-পূর্ব আফ্রিকার উপকূল ঘেঁষে এর অবস্থান। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ। অসংখ্যক্ষুদ্র দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। জনসংখ্যা ২ কোটি ৬০ লাখ। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।