Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে বাস চালকে কারাদন্ড

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ৪:৪৮ পিএম

বেপরোয়া গতিতে বাস চালানোর অভিযোগে ঝিনাইদহে রাকিব হোসেন নামের এক বাস চালককে এক মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বৈধ কাগজপত্র না থাকায় এক হাজার ৩শ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে বেপোরোয়া গতিতে গাড়ি চলানোর অপরাধে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে চলাচলকারী গড়াই পরিবহনের ওই চালককে কারাদন্ড প্রদান করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেন কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
প্রসঙ্গত, কুষ্টিয়া-খুলনা মহাসড়কের উপর দিয়ে চলা বেপরোয়া গতির গড়াই ও রূপসা পরিবহন প্রায়ই দূর্ঘটনা পতিত হচ্ছে। এতে হাতহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সম্প্রতি ঝিনাইদহে একজন পুলিশ সদস্য ও সেনা সদস্য গড়াই গাড়ির চাপায় নিহত হওয়া নড়েচড়ে বসে প্রশাসন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন জানান, দীর্ঘদিন অভিযোগ আসছিল খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গড়াই ও রুপসা পরিবহনের চালকরা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় হতাহত হচ্ছে। যে কারনে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন থেকে নিয়মিত এই অভিযান চালানো হবে বলেও জানান এই বিচারক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ