বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরে মেঘনা মোহনায় ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত সিমেন্ট বোঝাইয়ের ফলে নাজমুল তানভীর পরিবহন নামে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা ৩ জন শ্রমিক ও মাঝি সাতার কেটে পাড়ে উঠতে সক্ষম হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পুরানবাজার সংলগ্ন বড় স্টেশন মোলহেডের ট্রলার ঘাটে এ দূর্ঘটনা ঘটে।
জান যায়, মুন্সিগঞ্জ শাহ সিমেন্টের কারখানা থেকে সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুর সদর উপজেলার বাগড়া বাজার যাওয়ার পথে মোলহেড এলাকায় ট্রলারটি একপাসে কাথ হয়ে উল্টে যায়।
স্থানীয় নৌকার মাঝিরা জানায় ট্রলারে ৩ হাজারের বেশি মাল বহনের ধারন ক্ষমতা নেই। কিন্তু তারা সাড়ে ৪ হাজার বস্তা নিয়ে মোলহেডে প্রবেশের সময় স্রোতের তীব্রতায় ট্রলারটি উল্টে যায়।
এসময় ট্রলারে থাকা ৩ জন মাঝি ও শ্রমিক সাতারে কেটে তীরে উঠে আসে।
তারা হলেন,বিল্লাল বেপারী (৫০), নাজমুল (২৪), মানিক (৪০)।
ট্রলারের মালিক বিল্লাল বেপারী জানান, প্রচন্ড ঘূর্নি স্রোতের কারনে ট্রলার নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়নি। স্রোতের কারনে সিমেন্ট গুলো একপাশে কাত হয়ে গেলে ট্রলারটি উল্টে যায়। আমরা ট্রলারে থাকা ৩ জন সাতার কেটে তীরে উঠি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।