Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ন্যাটোর যুদ্ধজাহাজের পিছু নিল রাশিয়ার গোয়েন্দা জাহাজ

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ন্যাটোর সামরিক কমান্ডার ভাইস অ্যাডমিরাল জেমস জি. ফোগো বলেছেন, বাল্টিক সাগরে সামরিক মহড়ার সময় ন্যাটোর যুদ্ধজাহাজকে অনুসরণ করছে রাশিয়ার গোয়েন্দা জাহাজ। তিনি বলেছেন, আমরা রাশিয়ার দুটি জাহাজকে চিহ্নিত করেছি। তবে গভীর সাগরে রুশ সেনাদের আচরণ সন্তোষজনক ছিল বলে উল্লেখ করেন তিনি। বাল্টিক সাগরে ন্যাটোর সামরিক মহড়া নিয়ে গত সপ্তাহে মস্কো থেকে আলোচনা করে আসা একটি মার্কিন প্রতিনিধিদলকে এডমিরাল ফোগো এসব কথা জানিয়েছেন। বাল্টিক সাগরে গত ৩ জুন থেকে ন্যাটোর সামরিক মহড়া শুরু হয়েছে এবং আগামী ১৯ জুন পর্যন্ত চলবে। এ মহড়ায় নেতৃত্ব দিচ্ছেন এডমিরাল জেমস জি. ফোগো। মহড়ায় ৪০টির বেশি জাহাজ এবং ৬,০০০ সেনা অংশ নিচ্ছেন। এতে ন্যাটোর বাইরের দেশ ফিনল্যান্ড ও সুইডেন যোগ দিয়েছে। ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটোর যুদ্ধজাহাজের পিছু নিল রাশিয়ার গোয়েন্দা জাহাজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ