মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার ধর্ম পরিবর্তনের পথে মায়াবতী। উপযুক্ত সময়ে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করবেন। সোমবার নাগপুরের এক জনসভায় এ কথা বলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী। মায়াবতী জানিয়েছেন, মৃত্যুর আগে বাবাসাহেব আম্বেদকর (ভারতের সংবিধান প্রণেতা) ধর্ম পরিবর্তন করেছিলেন। এবার বাবাসাহেবের সেই পথ অনুসরণ করতে চান তিনি। তিনি জানিয়েছেন, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিতে চান। কিন্তু তা তিনি করবেন উপযুক্ত সময়ে। শুধু তিনিই নন, বড় সংখ্যায় সাধারণ মানুষ তাদের ধর্ম পরিবর্তন করবেন। এদিন ভোট প্রচারে এসে এসব কথাই বললেন দলিত সম্প্রদায়ের নেত্রী মায়াবতী। প্রসঙ্গত নাগপুরেই আরএসএসের সদর দফতর। রাজনীতিবিদদের একাংশ বলছেন, মায়াবতীর এই মন্তব্য কার্যত আরএসএসকেই কটাক্ষ করা। মায়াবতী বলেছেন, বাবাসাহেবের অনুগামীরা যখন রাজনীতির ক্ষেত্রে তার পদাঙ্ক অনুসরণ করবেন, তখন এই ধর্মান্তরের কাজ সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ২১ অক্টোবর শুরু হবে। যা শেষ হবে ২৪ অক্টোবর। টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।