মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফেইসবুক ব্যবহারকারীদের ২ কোটি ৭০ লাখ স্প্যাম ইমেইল পাঠানোর দায়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে আড়াই বছরের কারাদ- দেয়া হয়েছে। বিবিসি বলছে, সানফোর্ড ওয়ালেস নামের ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি ‘স্প্যাম কিং’ হিসেবে পরিচিতি পান। গেল বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনে তিনি দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মাঝে প্রতারণা এবং ইলেকট্রনিক মেইল ব্যবহার সম্পর্কিত ফৌজদারি অপরাধও রয়েছে। লাস ভেগাসের বাসিন্দা ওয়ালেসকে ৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ফেইসবুক ব্যবহারকারীদের এসব খুদেবার্তা বা ইমেইল পাঠান তিনি। ২০১১ সালে তিনি আত্মসমর্পণ করেন। ওয়ালেস কৌশলে ফেইসবুক ব্যবহারকারীদের লগইন আইডি ও পাসওয়ার্ড বের করতেন। তারপর ওইসব আইডিকে অন্য ফেইসবুক ব্যবহারকারীদের কাছে স্প্যাম মেইল পাঠানোর কাজে ব্যবহার করতেন। নিজের নিয়ন্ত্রণে থাকা ফেইসবুক আইডি থেকে অন্যদের বন্ধু হওয়ার জন্য রিকোয়েস্টও
পাঠাতেন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।