Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৩ শতাধিক চীনা সেনার বলপূর্বক ভারতে ঢোকার চেষ্টা

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতীয় ভূখ-ে ঢুকে ভারতীয় ফৌজের সঙ্গে রীতিমতো বিবাদে জড়িয়ে পড়ল চিনা সেনা জওয়ানরা। অরুণাচল প্রদেশের বিভিন্ন পয়েন্টে প্রায় ধস্তাধস্তি বেধে যায় ভারতীয় ফৌজ এবং চিনা সেনার মধ্যে। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র ২৭৬ জন জওয়ান ভারতীয় ভূখ-ে বলপূর্বক প্রবেশ করার চেষ্টা করলে রুখে দাঁড়ায় প্রহরারত ভারতীয় জওয়ানরা। তখনই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্ত লাগোয়া লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-র ইয়াংসি অঞ্চলে। চীনা সেনার দাবি, ওই অঞ্চলটি তাদের। এরপরই সেখানে প্রহরারত ভারতীয় জওয়ানরা চীনা সেনার আগ্রাসনকে রুখে দেয়। খবর  পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় আরও বাহিনী। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, প্রায় ২১৫ জন চীনা সেনা জওয়ান শকর তিকরি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। একইসঙ্গে, থাং লা, মেরা গ্যাপ এবং ইয়াকিল দিয়েও ২০ জন করে চীনা সেনা জওয়ান ভারতীয় ভূখ-ে প্রবেশ করার চেষ্টা চালায়। কিন্তু, ভারতীয় জওয়ানরা প্রতিরোধ গড়ে তোলায় সে পি এল এ’র যাত্রা ভঙ হয়। এদিকে, ভারতীয় ভূখ-ে অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করেছে বেজিং। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু ক্যাং জানান, যেহেতু ভারত-চীন সীমান্ত নির্দিষ্টকরণ নেই, তাই এ ধরনের ঘটনা ঘটতেই পারে। ভোয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩ শতাধিক চীনা সেনার বলপূর্বক ভারতে ঢোকার চেষ্টা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ