মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দিল্লিতে ফের এক তরুণীকে অপহরণ করে চলন্ত গাড়ির ভিতর গণধর্ষণ করা হয়েছে। দিল্লির বসন্ত বিহারে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে অনলাইন জি নিউজ লিখেছে, ভারতের রাজধানী দিল্লি আবারও লজ্জার মুখে পড়ল। এ বিষয়ে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা নিবন্ধিত করেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৩ জনকে। প্রায় তিন বছর আগে নির্ভয়া গণর্ধষণের পর ধর্ষণ বিরোধী কঠোর আইন করা হয়েছে। তারপরও দিল্লির নারীরা খুব সামান্যই নিরাপদ বোধ করছেন। এক জরিপে দেখা গেছে, গত বছর রাজধানী দিল্লিতে শতকরা ৪০ ভাগ নারী বলেছেন যে, তারা যৌন হয়রানির শিকার হয়েছেন। তারা বলেছেন, বাসে বা পার্কের মতো প্রকাশ্য স্থানগুলোতে নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। এসব অপরাধের বেশির ভাগই ঘটে দিনের বেলা। এ জরিপের ফল প্রকাশিত হয়েছে ইন্টারন্যশনাল ক্রিমিনাল জাস্টিস রিভিউ জার্নালে। ২০১২ সালের ১৬ই ডিসেম্বর মেডিকেল পড়ুয়া ছাত্রী জ্যোতিকে একটি চলন্ত বাসে ধর্ষণ করা হয়। এরপর তাকে নরপিশাচরা ফেলে যায় রাস্তার পাশে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর পাঠানো হয় সিঙ্গাপুরে। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।