বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিক্ষার্থীদের সাধারন পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হবার আহবান জানিয়ে বিদ্যুৎ,জ¦ালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, নৈতিক শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। এজন্য সকল ছাত্র-ছাত্রীকে মন থেকে হিংসাকে মুছে ফেলতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে।তিনি আজ মঙ্গলবার(১৫অক্টোবর) সন্ধ্যা ৬টায় দক্ষিন কেরানীগঞ্জের নতুন বাক্তার চর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস ছাত্ররাই গড়েছে। কাজেই দেশ চালাতে যে ধরনের যোগ্য ও দক্ষ রাজনীতিবীদ দরকার তা আজকের এই শিক্ষার্থীদের মাঝ থেকেই উঠে আসতে হবে। কারন নবীনরাই আগামীর বাংলাদেশ বির্নিমানে এগিয়ে আসবে। প্রতিমন্ত্রী এসময় নতুন বাক্তার চর স্কুল এন্ড কলেজকে আধুনিকীকরন করাসহ কলেজের ব্যাপক পরিবর্তনের আশ^াস দেন। নতুন বাক্তার চর স্কুল এন্ড এন্ড কলেজের গর্ভনিংবডির সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফার জাহান, বিদ্যালয়ের অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ, প্রতিম›ত্রীর একান্ত সহকারি সচিব ম.ই মামুন,কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন রতন, ঢাকাজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব ও কোন্ডা ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।