Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধুনিক মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই -নসরুল হামিদ বিপু

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। আধুনিক মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়তে চাই। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণ সমাজকে কাজ করতে হবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। গতকাল শনিবার বিকেলে কেরানীগঞ্জ জিসান কমিউনিটি সেন্টারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লারিং ও আনিং ডেভেলপমেন্টের আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব মঞ্জুর কাদির, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, তথ্য ও প্রযুক্তি যোগাযোগ বিভাগের বিভিন্ন কর্মকর্তা। সেমিনারে ২৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আধুনিক মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই -নসরুল হামিদ বিপু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ