Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুরে মা ইলিশ ধরার অপরাধে ৫ জেলের জেল ও জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ২:৪৩ পিএম

ভূঞাপুরে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৫ জেলেকে জেল ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল (১৪ অক্টোবর) রাতে যমুনা নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. আসলাম হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ জেলে ও একটি মাছ ধরার নৌকা আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জেলেকে ৩ হাজার ৫শ টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের জেল এবং ২ জেলেকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার পুনঃর্বাসন এলাকার আঃ কাদেরের ছেলে মোস্তফা, আব্দুল আলীম ও মিন্টু, গফুর শেখের ছেলে সুরুজ্জামাল ও হাছেনের ছেলে সরোয়ার। এ সময় জেলেদের কাছ থেকে আটককৃত ৩ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ