গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলীতে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল খোন্দকার (৩০)।
রোববার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে কদমতলীর দনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব আলোদিয়া গ্রামের আবদুর রব খন্দকারের ছেলে। তিনি ঢাকার শনিরআখড়া বর্ণমালা স্কুলের পাশে থাকতেন। রুবেল পেশায় কাপড় ব্যবসায়ী।
স্বজনরা জানান, রুবেল ধনিয়া স্কুলের পাশে সনটেক এলাকায় সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন থেকে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।