Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটার শূন্য কেন্দ্রে গেম খেলছেন আনসার সদস্য

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১:৪৪ পিএম

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার ৫ উপজেলায় সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছে। তবে নির্বাচনে ভোটারদের উপস্থিতি একেবারে কম। ভোটার না থাকায় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অলস সময় কাটাচ্ছেন।

রোববার সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার না থাকায় শটগানটি পাশে রেখে বেঞ্চে বসে মোবাইল ফোনে গেম খেলছেন এক আনসার সদস্য। এখানে ভোটার সংখ্যা দুই হাজার ৪৯৮ জন। এর মধ্যে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত মাত্র ৩০৭টি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রে প্রিসাইডিং অফিসার বিপুল চন্দ্র হাওলাদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ