মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এর আগে ২০১৭-এ ইন্টারনেটে ভাইরাল হয়েছিল বাড়িতে বসে বিবিসি-র পুরুষ সঞ্চালকের খবর পড়ার ছবি। কারণ পিছনে প্র্যাম বা প্যারাম্বুলেটরে যে শিশু ঘুমচ্ছিল, তাকে দেখাশোনার দায়িত্ব ছিল সেদিন বাবার উপরেই। লাইভ খবর পড়তে পড়তে সেই বাচ্চার কান্নাও শোনা গিয়েছিল। এবার ভাইরাল এমএসএনবিসি-র এক মহিলা সঞ্চালক।
নিউজের জাতীয় নিরাপত্তা প্রতিনিধি কার্টনি কুব তার সেগমেন্টের লাইভ বুলেটিন পড়ছিলেন এমএসএনবিসি চ্যানেলে। তখনই ঘটে বিপত্তি। তার ছেলে সেখানে ঢুকে পড়ে তাকে বিরক্ত করতে শুরু করে। কার্টনি কুব সেই সময় উত্তর সিরিয়ায় তুরস্কের বিমান হানা নিয়ে আলোচনা করছিলেন। তার চার বছরের ছেলে রায়ান তার কাছে আবদার শুরু করে। কিন্তু এই পরিস্থিতিকে দারুণ সামলেছেন তিনি। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ‘ক্ষমা করবেন, আমার বাচ্চা এসে পড়েছে এখানে।’ তারপর ছেলের দিকে হাসিমুখে তাকিয়ে বলেন, ‘লাইভ টেলিভিশন!’
বুলেটিন পড়ার সময় ছেলের এমন কীর্তিতেও তিনি থামেননি। তিনি আলোচনা চালিয়ে যান সিরিয়ার পরিস্থিতি নিয়ে। ক্যামেরা তাকে ছেড়ে ঢুকে পড়ে ম্যাপে। এমএসএনবিসি নিজেদের ট্যুইটারে ওই মুহূর্তের ভিডিও শেয়ার করেছে। এখনও পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন ২৫ লাখেররও বেশি মানুষ। সবাই ওই মায়ের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। সূত্র: স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।