Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের চিকিৎসা চালাতে না পেরে মেরে ফেলতে আদালতে পিটিশন দাখিল মা-বাবার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:৪৮ পিএম
পেশায় দিনমজুর বাওয়াজন ও শাবির মদনপাল্লের পরিবার আদালতে পিটিশন দাখিল করেছেন। তাঁদের এক বছরের কন্যার ডাউন সিনড্রোম রয়েছে। শিশুটির তীব্র শ্বাসকষ্ট রয়েছে। জন্মের থেকেই সে রয়েছে লাইফ সাপোর্টে। তার চিকিৎসায় এখনও পর্যন্ত ১২ লাখ টাকা খরচ করে ফেলেছেন তার বাবা-মা।
এক বছরের কন্যা অসুস্থ। তার চিকিৎসার খরচ বহন করার সামর্থ নেই। নিরুপায় বাবা-মা মেয়েকে মেরে ফেলার আরজি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে।
জানা গিয়েছে, পেশায় দিনমজুর বাওয়াজন ও শাবির মদনপাল্লের পরিবার আদালতে পিটিশন দাখিল করেছেন। তাঁদের এক বছরের কন্যার ডাউন সিনড্রোম রয়েছে। শিশুটির তীব্র শ্বাসকষ্ট রয়েছে। জন্মের থেকেই সে রয়েছে লাইফ সাপোর্ট সিস্টেমে। তার চিকিৎসায় এখনও পর্যন্ত ১২ লাখ টাকা খরচ করে ফেলেছেন তার বাবা-মা। জমিজমাও বিক্রি করে দিয়েছেন। তবে তাতে শারীরিক কোনও উন্নতি হয়নি একরত্তি কন্যার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ