Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বদলিতে ইংল্যান্ডের রক্ষা

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ম্যাচটিকে ‘ব্রিটেনিয়া ডার্বি’ বললেও কি ভুল হবে? ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স শিপে ইংল্যান্ড-ওয়েলস ম্যাচটি নিয়ে একটু বাড়তি আগ্রহ ছিলই। লঁসে ম্যাচের উত্তেজনা আরো বেড়ে যায় প্রথমার্ধে গ্যারেথ বেলের গোলে ওয়েলস এগিয়ে যাওয়ায়। অবস্থা প্রতিকূল দেখে দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংলিশ কোচ রয় হজসন হ্যারি কেন ও স্টার্লিংয়ের বদলে মাঠে নামান জেমি ভার্ডি ও ড্যানিয়েল স্ট্যারিজকে। তিনি কি জানতেন এই দুই বদলি খেলোয়াড়ই ম্যাচের ভাগ্য গড়ে দিয়ে শেষ হাসিটা উপহার দেবেন? লেস্টারের রুপকথার নায়ক ভার্ডির গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার পর ইনজুরি টাইমে লিভারপুল ফরোয়ার্ড স্ট্যারিজের গোলে দুর্দান্ত এক জয় ছিনিয়ে নেয় রয় হজসনের দল। ‘বি’ গ্রæপের লড়াইটাও সেই সুবাদে জমেছে বেশ। ৪ পয়েন্ট নিয়ে এই গ্রæপে শীর্ষে ইংল্যান্ড। সমান ৩ পয়েন্ট করে ওয়েলস ও ¯েøাভাকিয়ার।
৬৯ শতাংশ বলের দখল নিয়ে মাঠে শুরু থেকেই এগিয়ে ছিল ওয়েন রুনিরা। কিন্তু প্রথমার্ধে গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলছিল কেন-স্টার্লিংরা। ৪২তম মিনিটে ইংলিশদের স্তব্ধ করে দিয়ে ফ্রি-কিক থেকে গোল করেন বেল। গোলরক্ষক জো হার্ট বলে হাত লাগালেও প্রতিহত করতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলসের জয়ের জন্য ৩২ বছরের অপেক্ষাটা মনে হচ্ছিল এই বুঝি ফুরালো। কিন্তু দ্বিতীয়ার্ধে ইংলিশ ফুটবলে যোগ হয় নতুন মাত্রা। ৫৬তম মিনিটে ওয়েলস অধিনায়ক অ্যাসলে উইলিয়ামস হেড থেকে বল বিপদমুক্ত করতে যান। কিন্তু গোল মুখে বল পেয়ে যান ভার্ডি। এরপর ম্যাচে যখন ড্রয়ের প্রতীক্ষা তখনই গোলমুখে জটলার ভেতর থেকে ওয়েলসকে হতাশা উপহার দেন স্ট্যারিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই বদলিতে ইংল্যান্ডের রক্ষা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ