Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশী ছাড়াই অবশিস্ট তিন ম্যাচ খেলবে মোহামেডান

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শ্রীলংকান টপ অর্ডার উপল থেরাঙ্গা চলে যাওয়ার পর আর কোন বিদেশী ক্রিকেটার মোহামেডানকে দিতে পারেনি নির্ভরতা। ইংল্যান্ড সফরের দলে উপল থেরাঙ্গা সুযোগ পাওয়ায় তার রিপ্লেশমেন্ট হিসেবে ভারতীয় ক্রিকেটার মিথুন মানহাজ, বিপুল শর্মা এবং শ্রীলংকান তিসারা পেরেরাকে এনেও লাভ হয়নি। সর্বশেষ ম্যাচে তিসারা পেরেরার যাচ্ছে-তাই বোলিং,ব্যাটিংয়ে চিরপ্রতিদ্ব›দ্বী আবাহনীর কাছে ২৬০ রানে হেরে যাওয়ায় মোহামেডান অফিসিয়ালরা এতোই বিরক্ত হয়েছে যে, তিসারাকে দেশে পাঠিয়ে দিয়ে সুপার লীগের শেষ তিন রাউন্ডে বিদেশী ক্রিকেটার ছাড়াই খেলার সিদ্ধান্ত নিয়েছে দলটির অফিসিয়ালরা। গতকাল মোহামেডানের ম্যানেজার ওয়াসিম খান এ তথ্যই দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মোহামেডানের এক অফিসিয়াল জানিয়েছেনÑ ‘বিদেশী ক্রিকেটার এনে লাভ কি? অযথা বিদেশী ক্রিকেটারের পেছনে টাকা গুণব কেন? পর পর ২ ম্যাচ যেভাবে হেরে গেলাম, তাতে শিরোপার সম্ভাবনা যখন নেই, তখন স্থানীয় ক্রিকেটারদের দিয়েই ম্যাচগুলো শেষ করা বরং ভাল।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদেশী ছাড়াই অবশিস্ট তিন ম্যাচ খেলবে মোহামেডান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ