Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএসপিএ ক্রীড়া উৎসব বৃহস্পতিবার শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ৮:৫৪ পিএম

নয়টি ডিসিপ্লিনের ১৭টি ইভেন্টে মার্সেল-বিএসপিএ ক্রীড়া উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। সবকটি ডিসিপ্লিনের খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে এবার দু’টি নতুন ডিসিপ্লিন যুক্ত হয়েছে এ আসরে। এগুলো হলো ম্যারাথন এবং বিএসপিএ সদস্য সন্তানদের সাঁতার। অন্যান্য ডিসিপ্লিনগুলো হচ্ছে- ক্যারম (একক এবং দ্বৈত), টেবিল টেনিস (একক এবং দ্বৈত), ব্যাডমিন্টন (একক এবং দ্বৈত), দাবা, সাঁতার, শট পুট, শুটিং এবং আরচারি। ১০দিনব্যপী এই আয়োজনে অংশ নেবেন বিএসপিএ’র সদস্যরা। নয় ডিসিপ্লিনের রেটিং পয়েন্টের ভিত্তিতে কার্নিভালের সেরা ক্রীড়াবিদকে আব্দুল মান্নান লাডু ট্রফির (বিএসপিএ স্পোর্টসম্যান অব দ্য ইয়ার ২০১৯) জন্য মনোনীত করা হবে। এছাড়া সেরা দু’জন রানার্স-আপও পাবেন স্বীকৃতি। বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ। এ সময় ওয়ালটন গ্রæপের নির্বাহী পরিচালক এমএম ইকবার বিন আনোয়ার ডন, বিএসপিএ’র সিনিয়র সহসভাপতি পরাগ আরমান, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহিদুল আলম এবং সদস্য সচিব মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসপিএ ক্রীড়া উৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ