রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ করায় গ্রামবাসী ধর্ষক আনোয়ার (২৫)-কে গণধোলাই দিয়ে শনিবার রাতে পুলিশে সোপর্দ করেছে। এলাকাবাসী জানায়, উপজেলার বেড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী হায়াৎখারচালা গ্রামের মৃত আলমের কন্যা (১০) ঘটনার দিন বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। নারায়ণপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী আনোয়ার ওই ছাত্রীকে অপহরণ করে পার্শ্ববর্তী গজারি বনে নিয়ে যায়। নির্যাতিত ওই ছাত্রী জানায়, আনোয়ার তাকে বনের ভিতর নিয়ে খুন করার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে ও ধর্ষক আনোয়ারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ খন্দকার আসাদুজ্জামান জানান, আনোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৮/১০টি মামলা রয়েছে। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, ওই স্কুলছাত্রীকে রাতেই শ্রীপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।