মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে যে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে কোনো হুমকি বরদাস্ত করা হবে না। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো নাইট ক্লাবের বর্বর হত্যাকা-ের পরবর্তী পরিস্থিতিতে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের সতর্কতা জারি করা হয়েছে। গত বুধবার প্রকাশিত সতর্কতায় বলা হয়, যুক্তরাষ্ট্রের কোনো মুসলিমের বিরুদ্ধে হুমকি দেওয়া হলেও তাকে বিচারের আওতায় আনা হবে। উল্লেখ্য, ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো নাইট ক্লাবে ওমর মতিন নামের এক আফগান বংশোদ্ভূত মুসলিম এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত ৫০ সমকামীকে হত্যা করে। এতে আহত হয় আরো অন্তত ৫৩ জন সমকামী। এই হত্যাকা-ের সাথে মধ্যপ্রাচ্যের জিহাদি সংগঠন আইএসের সংযোগ রয়েছে বলে কোনো কোনো মহল থেকে দাবি করা হলেও তার কোনো প্রমাণ এখনো সুস্পষ্ট নয়। এই উত্তেজনাকর পরিস্থিতিতে মুসলিমদের বিরুদ্ধে সম্ভাব্য হামলা কিংবা হুমকির আশংকা ঠেকাতেই মার্কিন কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করে দিয়েছে।
অন্যদিকে সমকামীদের অরল্যান্ডো নাইট ক্লাবের হত্যাকা-ের পর সেখানে এফবিআইর কর্মকর্তাসহ আইন বিভাগের কর্মকর্তারা তদন্ত কাজ শুরু করেছেন। এমন পরিস্থিতিতে এই হত্যাকা-ের সাথে ওমর মতিনের স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ আনা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বলা হচ্ছে, হত্যাকা-ের আগে ওমর মতিনের সাথে তার স্ত্রীর ফোনে কথা হয়েছে এবং তিনি ওমরকে এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আনার ব্যাপারে প্রশ্ন করা হলে মার্কিন কর্তৃপক্ষ তা অস্বীকার করে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।