Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশের স্পিনকেই ভয় স্কটিশদের

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার থেকে : প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে ৯ উইকেটে হার, তাও আবার ১৪৪ বল বাকি রেখে স্কটিশদের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে নামিবিয়া। ম্যাচের ফল দেখে স্কটল্যান্ডকে সাদামাটা দল মনে হলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতিতে কিন্তু ঘাটনি নেই তাদের। বরং আটঘাট বেধেই নাকি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অবতীর্ন হয়েছে স্কটল্যান্ড, এমন তথ্যই দিয়েছেন দলটির সহকারী কোচ সিমন স্মিথÑ ‘আমাদের প্রস্তুতি তো শুরু হয়েছে সেই জুলাই থেকে, যখন থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়েছে তখন থেকে।’ স্কটল্যান্ডে গত সেপ্টেম্বর থেকে শীত পড়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অনুশীলনের জন্য বাংলাদেশে যাত্রাপথে ২ সপ্তাহের ক্যাম্প করেছে দলটি শ্রীলংকায় এমন তথ্যও দিয়েছেন এই সহকারী কোচÑ ‘স্কটল্যান্ডে শীত পড়ে যাওয়ায় মাঠে অনুশীলন করতে পারিনি। দেশে মূলত: আমাদের ক্যাম্পটি ছিল ইনডোর কেন্দ্রিক। এক সঙ্গে চার-পাঁচ জনকে নিয়ে গ্রæপ করে সেখানে ব্যাটিং-বোলিং প্র্যাকটিস করানো হতো। বাংলাদেশে আসার আগে কলোম্বোতে ২ সপ্তাহ অনুশীলন করেছি। বাংলাদেশের আবহাওয়ার কথা ভেবেই এই অনুশীলনটা সবাই উপভোগ করেছে।’
তারপরও এই অনুশীলনকে পর্যন্ত মনে করছেন না স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ। কক্সবাজারে দিনের বেলার তাপমাত্রা অসহনীয় করে তুলেছে বলে জানিয়েছেন তিনিÑ ‘আবহাওয়াটাই ভোগাচ্ছে আমাদের। এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আরো ক’দিন আগে আসা উচিৎ ছিল।’
উপমহাদেশের পীচগুলো মূলত স্পিন ফ্রেন্ডলী হয়, গ্রæপে বাংলাদেশের স্পিনের মুখে পড়তে হবে, সে পূর্ব ধারণা আছে বলেই কলোম্বোতে স্পিন অনুশীলন করেছে দলটি বলে জানিয়েছেন তিনিÑ ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটির অন্যতম শক্তি স্পিন, তা আমরা জানি। তাছাড়া উপমহাদেশে স্পিন হবে আমাদের জন্য হুমকি, তা ধরেই নিয়েছিলাম। সে কারণে শ্রীলংকায় আমরা যে দু’সপ্তাহ অনুশীলনের সুযোগ পেয়েছি, ওই সময় আমরা স্থানীয় সেনাবাহিনী, পুলিশসহ বেশ ক’টি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছি। নেটেও শ্রীলংকার স্থানীয় নেট বোলারদের পেয়েছি। তাতে থেকেই এখানকার স্পিন সম্পর্কে একটা ধারণা পেয়েছি।’
বাংলাদেশে স্পিন ধরবে বলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলটিতে ১৫ ক্রিকেটারের মধ্যে ৬ জন স্পিনার রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনিÑ ‘আমার দলে যারা আছে, তাদের মধ্যে তিনজন জেনুইন স্পিনার, আরো তিন জন আছে যারা স্পিন করতে পারে। এদেরকে নিয়েই লড়তে চাই।’
অধিনায়ক নেইল ফ্লাক বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটানোর কথা ভাবছেন, সেখানে স্কটল্যান্ডের সহকারী কোচ সিমন স্মিথের দর্শক ম্যাচ উপভোগÑ ‘ছেলেদেরকে বলেছি স্কিল মেলে ধরতে। তার জন্য দরকার খেলাটি উপভোগ করা। সবাই যদি তাদের সামর্থ অনুযায়ী স্কিল মেলে ধরতে পারে, তাহলে অসম্ভবের কিছুই দেখছি না।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশের স্পিনকেই ভয় স্কটিশদের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ