মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইথিওপিয়ায় সরকারবিরোধী আন্দোলনে গত বছরের নভেম্বরে চারশ’র মতো মানুষ নিহত হয়েছিলো বলে হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হিউম্যান রাইটসের পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তবে দেশটির সরকার এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। দেশটির ওরোমিয়া রাজ্যে গত বছরের নভেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক ধরপাকড় করা হয়। ওই সময় নিরাপত্তাবাহিনী দশ হাজার মানুষকে আটক করে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ। কৃষিজমির উপর মূলধন প্রসারণের জন্য এই বিক্ষোভের সৃষ্টি হয় বলে প্রতিবেদনটিতে বলা হয়। প্রতিবেদনটিতে এই হত্যাকা-কে সরকারের পাশবিক আচরণ বলে আখ্যায়িত করা হয় এবং সেই সঙ্গে ১২৫ জন বিক্ষোভকারীর সাক্ষাৎকার তুলে ধরা হয়। তারা বলেন, সরকার অন্যায়ভাবে নিরাপত্তাবাহিনী দিয়ে গণআটক করে। আটকের পর আমাদের সঙ্গে অমানবিক আচরণ করে যাতে আমাদের আন্দোলন বন্ধ করতে পারে। এদিকে সরকারের একজন মুখপাত্র প্রতিবেদনের সকল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, হিউম্যান রাইটস যখন ইথিওপিয়ায় আসে তখন মৃতের সংখ্যা কম ছিল এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও কোন সহিংসতা লক্ষ্য করা যায়নি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।