Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীন-পাকিস্তান করিডর ধ্বংসের ক্ষমতা কারো নেই

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কোনো কোনো দেশ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি’র বিরোধিতা করছে। কিন্তু বিশ্বের কোনো শক্তিই এই প্রকল্পের বাস্তবায়ন বন্ধ করতে পারবে না। ইসলামাবাদের নিরাপদ নগর প্রকল্প উদ্বোধন করে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়ে কোনো রকম চালাকি পাকিস্তান সরকার সহ্য করবে না। বহু কোটি ডলারের সিপিইসি প্রকল্পের মাধ্যমে পাকিস্তানের গোয়াদর বন্দরকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের সঙ্গে সংযুক্ত করা হবে। সড়ক এবং রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে এই যোগাযোগ গড়ে তোলা হবে। এ জন্য ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার। এই অর্থনৈতিক করিডর নিয়েই এখন চিনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন-পাকিস্তান করিডর ধ্বংসের ক্ষমতা কারো নেই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ