Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জননেতা আতাউর রহমান খান কায়সারের ৯ম মৃত্যুবার্ষিকী

অর্থমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন আজ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম | আপডেট : ১০:৩৩ পিএম, ৯ অক্টোবর, ২০১৯

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জননেতা আতাউর রহমান খান কায়সারের ৯ম মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)। এ উপলক্ষে নগরীর চন্দনপুরায় মরহুমের বাসভবন ‘বংশাল বাড়ি’তে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে সকালে মরহুমের কবর জিয়ারত ফাতেহা পাঠ, বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ।
জননেতার স্মরণে আজ বিকেল ৩টায় নগরীর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দলের কেন্দ্রীয়, জেলা-উপজেলা নেতৃবৃন্দ, সংসদ সদস্যগণ এতে উপস্থিত থাকবেন।
জননেতা আতাউর রহমান খান কায়সার আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, রাষ্ট্রদূত, এমএনএ ও গণপরিষদ সদস্য ছিলেন। চট্টগ্রামে, জাতীয় পর্যায়ে এমনকি বহির্বিশে^ও বিভিন্ন সামাজিক কর্মকা-ে ছিলেন সম্পৃক্ত। চট্টগ্রামের অন্যতম বনেদী রাজনৈতিক পরিবারের উত্তরসূরী হিসেবে মরহুমের বড় মেয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াসিকা আয়শো খান এমপি বর্তমান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।
চট্টগ্রামস্থ নাঙ্গলকোটবাসীদের অনুষ্ঠান
আজ রাতে নগরীর আগ্রাবাদে একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রামস্থ নাঙ্গলকোট এলাকাবাসীদের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুবার্ষিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ