Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মবিদ্বেষে অটল ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত বুধবার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি সন্ত্রাসবাদ প্রতিরোধের প্রচেষ্টা হিসেবে আবারও মসজিদে নজরদারি এবং মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। গত রোববার অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরপরই তিনি এ ধরনের বক্তব্য রেখেছিলেন। তার এইসব বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার পরও তিনি তা থেকে সরে আসেননি। রোববারের ওই হামলায় ৪৯ জন নিহত এবং আরো ৫৩ জন আহত হয়েছিল। আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন ওই হামলা চালিয়েছিলেন। হামলার পরপরই গত সোমবার যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের প্রবেশাধিকার নিষিদ্ধ ও মসজিদে নজরদারির দাবি জানিয়ে তীব্র রোষের মুখে পড়েন ট্রাম্প। কিন্তু এরপরও গত বুধবার তিনি ওই দাবিটি পুনরাবৃত্তি করেছেন। আটলান্টায় এক র‌্যালিতে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, আমাদের মসজিদসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনায় তল্লাশি চালাতে হবে। কেননা এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের গোটা দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এর আগে গত নভেম্বরেও তিনি যুক্তরাষ্ট্রের মসজিগুলোকে নজরদারির আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন।  রয়টার্স, এপি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মবিদ্বেষে অটল ডোনাল্ড ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ