Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু অ্যামেচার ফুটসাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:৪৩ এএম

বঙ্গবন্ধু অ্যামেচার ফুটসাল কাপ ফুটবলের আয়োজন করতে যাচ্ছে এইমস স্পোর্টস এবং এটিএন ইভেন্টস। আগামী মাসে দেশব্যাপী শুরু হবে এই টুর্নামেন্ট। তার আগে ৩০ অক্টোবর থেকে চলবে দলগুলোর নিবন্ধন। গত রোববার এফডিসির আট নম্বরের এটিএন বাংলার ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এটিএন ইভেন্টেসের ডিরেক্টর মাসুদুর রহমান, পৃষ্ঠপোষক সকার লিগ ইউকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবীর, সকার লিগ ইউকে এন্ড এইম স্পোটর্সের ম্যানেজিং পার্টনার মির্জা ফাইয়াজ হোসাইন, সকার লিগ বিডি এন্ড এইম স্পোটর্সে কো-ফাউন্ডার মো: ইসলাম এবং এটিএন বাংলার উপদেষ্টা (মার্কেটিং ও চেয়ারম্যান) মীর মোতাহার হাসান। অনুষ্ঠানে সকার লিগ ই্উকে’র বাংলাদেশ ও এটিএন ইভেন্টসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান বলেন, ‘কোয়ালিফায়িং রাউন্ড শেষে সেরা ১৬ দল ২৭ ও ২৮ নভেম্বর খেলবে ফাইনাল রাউন্ডে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এক লাখ টাকা প্রাইজমানির পাশাপাশি দু’মাসের জন্য যুক্তরাজ্যের ‘বেডফোর্ড সিটি ফুটসাল ক্লাবে ফুটবল ট্রেনিংয়ের সুযোগ পাবে।’ এটিএন বাংলার মীর মোতাহার হোসেন বলেন, ‘সফল হোক এই উদ্যোগ। এই ফুটসালের উদ্যোগের সফলতা কামনা করছি।’ সকার লিগ ইউকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কবীর বলেন, ‘আগামী বছর থেকে সারা দেশে সকার লিগ বিডি জেলা পর্যায় থেকে শুরু হলেও ঢাকায় হবে ফাইনাল। পেশাদার ফুটবলার ব্যতিত যে কোনো বয়সের ব্যক্তি এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ