Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ওমান হকি সিরিজ শুরু মঙ্গলবার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৮:০০ পিএম | আপডেট : ৮:৩৮ পিএম, ৭ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ এবং ওমান যুব দলের পাঁচ ম্যাচের হকি সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। এদিন মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। এই সিরিজকে সামনে রেখে গতকাল ঢাকায় পৌঁছেছে ওমান যুব দল। এটি দু’দেশের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সিরিজ। এই সিরিজ শেষে বাংলাদেশ দলও ওমানে যাবে খেলতে। সোমবার বিকেলে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যটি জানান বাহফে’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার। এ সময় বাংলাদেশ দলের কোচ মামুন-উর রশিদ, প্রথম ম্যাচের অধিনায়ক ও পেনাল্টি কর্ণার মাস্টার আশরাফুল ইসলাম এবং সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।

আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ঢাকায় অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। কেবল এশিয়া কাপই নয়, ওই প্রতিযোগিতাটি বিশ্বকাপের বাছাইও। তাই বড় ওই আসরকে সামনে রেখে গত জুলাই মাস থেকেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।

রশিদ শিকদার বলেন,‘আগে এই টুর্নামেন্টের নাম ছিল এয়ার এশিয়া কাপ জুনিয়র হকি। তবে আমরা স্বত্ব কিনে নিয়েছি বঙ্গবন্ধুর নামে। আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ ও জুনিয়র বিশ্বকাপ বাছাইকে ঘিরে যুব দলের দুই মাসের প্রস্তুতি যাচাই করতে সাহায্য করবে ওমানের বিপক্ষে সিরিজ।

কোচ মামুন-উর রশিদ বলেন, ‘জুলাইয়ে ১১০ জনকে নিয়ে শুরু হয়েছিল এই ক্যাম্প। কয়েক দফা বাছাই শেষে খেলোয়াড় সংখ্যা ৩৬ জনে নামিয়ে আনা হয়েছে। তবে এই টুর্নামেন্টে খেলবে ২৪ জন। তাই ৩৬ জন থেকে ২৪ জনকে বাছাই করা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘পাকিস্তানে চারটি ম্যাচ খেলে সরাসরি ঢাকায় এসেছে ওমান। সেখানে তিনটি ম্যাচে ৭-০, ৬-০ ও ৪-০ গোলে হেরেছে তারা। একটি ম্যাচে ৪-৪ গোলে ড্র করেছে। ওই ম্যাচগুলো আমি দেখেছি। ওমানের দুর্বল দিকগুলো সম্পর্কে ছেলেদের নির্দেশনা দেয়া হবে।’ সিরিজ ম্যাচ নিয়ে কোচের কথা, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। স্থানীয়ভাবে দু’চারটি ম্যাচও খেলেছি। দলের ২৪ জনের মধ্যে পাঁচজনের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ১৯ জন নতুন।’

প্রতিপক্ষ ওমান সম্পর্কে বাংলাদেশ কোচের কথা, ‘সিনিয়র বিভাগে ওমান সত্যিই শক্তিশালী দল। বাংলাদেশ জাতীয় দলও হিমশিম খায় তাদের সামনে। তবে বয়সভিত্তিক টুর্নামেন্টে আমরা বরাবরই তাদের হারিয়েছি। ২০১৫ সালে এএইচএফ কাপ টুর্নামেন্টে ওমানকে গ্রুপ পর্বে ৭-০ এবং ফাইনালে ৪-০ গোলে হারিয়েছিলাম। এবারের সিরিজেও আমরা জয়ের প্রত্যাশা করছি।’

জুনিয়র এশিয়া কাপ নিয়ে কোচ মামুন বলেন, ‘আগামী বছর টুর্নামেন্টের আগ পর্যন্ত আমরা ২৫ থেকে ৩৫টি প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। তাহলে ছেলেরা নিজেদের সমস্যাগুলো শুধরে নিতে পারবে এবং টুর্নামেন্টে ভালো করতে পারবে।’

বাংলাদেশ-ওমান সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হবে। ১১ অক্টোবর বিকেল ৪টায় তৃতীয় ম্যাচ এবং পরদিন সন্ধ্যা ৬টায় চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর বিকেল ৪টায় শেষ ম্যাচে মোকাবেলা করবে দু’দল। সবগুলো খেলাই মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ওমান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ