Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেট আদালতের এজলাসে টানানো হলো বঙ্গবন্ধুর ছবি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৭:৫১ পিএম

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সিলেটে আদালত কক্ষে (এজলাসে) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হয়েছে। সোমবার আনুুষ্ঠানিকভাবে জেলা ও দায়রা জজ আদালতের কক্ষে ছবি টানানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। দু’তিন দিনের মধ্যে সব আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিকৃতি টাঙানোর পর জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট কাউছার আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক জামিল, সাধারণ সম্পাদক হোসেন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম, বেগম রোকসানা বেগম হেপী, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট মোহাম্মদ আবু ওবাইদা, ম্যাজিস্টেট মুহাম্মদ আবদুল হালিম, যুগ্ম জেলা জজ বেগম তাসলিমা শারমিন, মো. মোয়াজ্জেম হোছাইন, সিনিয়র সহকারী জজ মো’তাছিম বিল্যাহ, বেগম মিথিলা ইসলাম, নির্জন কুমার মিত্র, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট কাঁকন দে, মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, অঞ্জন কান্তি দাস, জুডিশিয়াল ম্যাজিস্টেট আনোয়ার হোসেন সাগর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মোহাম্মদ হারুন অর রশিদ, বেগম সুলেখা দে, লায়লা মেহের বানু, ফারজানা শাকিলা সুমু চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট বেগম নওরীন করিম, সিনিয়র সহকারি জজ মো. সাইদুল ইসলাম, সহকারী জজ বেগম ফারজানা ইয়াসমিন, মো. সুমন ভূঁইয়া, শরিফুল হক, শিক্ষানবিশ সহকারি জজ ইসরাত জাহান কলি, আবিদা সুলতানা মলি, মো. অলি উল্লাহ, এ এইচ এম রায়হান চৌধুরী, মোহাম্মদ মিজানুল হক, জেলা ও দায়রা জজের প্রশাসনিক কর্মকর্তা খুরশেদ আলম, কোর্ট ইন্সপেক্টর জালাল উদ্দিন ভূঁইয়া, গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী কুতুব আল হোসাইন, উপ-নির্বাহী প্রকৌশলী তফজ্জুল হোসেন, জেলা ও দায়রা জজের নাজির নাজিম উদ্দিন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের নাজির মো. কামাল উদ্দিন চৌধুরী, নায়েব নাজির খায়রুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ