Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহজ হলো পল্লী বিদ্যুতের বিল পরিশোধ রূপালী ব্যাংক শিওরক্যাশ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতের বিল পরিশোধ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৭:০৬ পিএম

গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধ আরও সহজ করতে রূপালী ব্যাংকের সাথে চুক্তি সাক্ষর করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এর মাধ্যমে গ্রাহকেরা এখন রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে সহজেই বিল পরিশোধ করতে পারবেন। রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সাক্ষরিত হয়। এ সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব মো. আসাফউদ্দৌলা এবং রূপালী ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ কাউসার মোস্তাফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রশাসন) আবুল কালাম শামসুদ্দিন; অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজশাহী ও আইসিটি পরিচালক (অ. দা.) হেদায়েতুল ইসলাম; আর্থিক মনিটরিং (উ.) পরিদপ্তর পরিচালক ঢাকা মো. হোসেন পাটোয়ারী; রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, মোবাইল ব্যাংকিং ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক মো. রেজাউল কবির কাওছারী; শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান এবং প্রধান ব্যবসায় কর্মকর্তা মো. আবু তালেবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, আমাদের অধিকাংশ গ্রাহকরা পল্লী বিদ্যুৎ এরও গ্রাহক। আশি হাজার গ্রামের প্রায় ২ কোটি গ্রাহক তাঁদের নিজের একাউন্টে সরকারের উপবৃত্তি পাওয়ার সাথে এখন সেই একাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করতে পারবেন। ড. শাহাদাত খান বলেন, রূপালী ব্যাংক শিওরক্যাশ দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট সেবা। গ্রাহকদের জন্য পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ সেবা যোগ করতে পেরে আমরা আনন্দিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পল্লী বিদ্যুত

২০ সেপ্টেম্বর, ২০১৯
২৪ সেপ্টেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ