Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লী বিদ্যুতের তার দেবে বিবিএস ক্যাবলস

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবিকে সাড়ে ৯৩ কোটি টাকার তার সরবরাহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, তার সরবরাহের বিষয়ে বিবিএস ক্যাবলস বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) পেয়েছে। আগামী ২৮ দিনের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হবে। আর চুক্তি সইয়ের চার মাসের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে তার সরবরাহ করবে বিবিএস ক্যাবলস। ডিএসইর তথ্য অনুযায়ী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ২৪ হাজার ২৪২ কিলোমিটার তার সরবরাহ করবে বিবিএস ক্যাবলস । যার বাজার মূল্য ৯৩ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ১৮০ টাকা। ডিএসই আরও জানিয়েছে, বিবিএস ক্যাবলসের ১৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের কাছে। ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তার সরবরাহ করলে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের মুনাফায় তার ইতিবাচক প্রভাব পড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পল্লী বিদ্যুতের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ