গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী ফুয়াদকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ মুছে দেওয়ার আশঙ্কা করছে উক্ত শিক্ষার্থীর আত্মীয়রা৷
গতকাল রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ (২১)
এর মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।
হল সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ-ভারত মধ্যকার হওয়া চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গতকাল রাতে 'শিবির' আখ্যা দিয়ে মারধর করে আবরারকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (০৭ অক্টোবর) সকাল থেকে হল প্রশাসনের কাছে ফাহাদের সহপাঠী ও আত্মীয়রা হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখানোর অনুরোধ জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসন বিভিন্ন অজুহাতে ভিডিও সম্পর্কে কোনো কথাই বলছে না।
এদিকে, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে উক্ত শিক্ষার্থীর আত্মীয়রা৷ তারা বলছেন, প্রশাসনের ভুমিকায় সন্দেহ প্রকাশ করছেন।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ভিডিও ফুটেজের বিষয়ে কথা বলেন ফাহাদের ফুফা মোখলেছুর রহমান দুলাল। তিনি বলেন, 'যে বিশ্ববদ্যালয়ে এ রকম একটা হত্যাকাণ্ড ঘটতে পারে সেখানে ভিডিও ডিলেট করা কোনো বিষয়ই নয়। আমরা সন্দিহান প্রশাসন ভিডিও ডিলেট করে দিতে পারে।'
ভিডিও নিয়ে প্রশাসন তাদের কী বলেছে জানতে চাইলে তিনি বলেন, 'ভিডিও ফুটেজ ডাউনলোড করা পর্যন্ত আমরা সঙ্গে ছিলাম। কিন্তু প্রশাসন আমাদের ভিডিওটি দেখায়নি। তারা বলছে, ভিডিও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু আমরা সন্দিহান আদৌ ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে কিনা?'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।