Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ৫:৩৪ এএম | আপডেট : ৯:৪৪ এএম, ৭ অক্টোবর, ২০১৯

টেকনাফে বিজিবি জওয়ানেরা সাবরাং এলাকা থেকে অভিযান চালিয়ে 

৩ কোটি টাকা মূল্যের ৩ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে।
তবে ইয়াবা চোরাকারবারীরা কেউ গ্রেপ্তার হয়নি। রাতের অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) জানান, ‘৬ অক্টোবর (রবিবার) রাতের প্রথম প্রহরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে সাবরাং বিএসপি পোস্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।

৫/৬ জন লোক হস্তচালিত কাঠের নৌকা নিয়ে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে নদীতে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী কেওড়া বনে পালিয়ে যায়। টহল দল ঘটনাস্থল তল্লাশী করে বস্তা ভর্তি ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করে।

পরে তা গণনা করে ৩ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মুল্য ১০ কোটি টাকা।

জব্দকৃত নৌকাটি টেকনাফ কাস্টমস অফিসে জমা দিয়ে উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে’।

এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অভিযানেও এত বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়া এবং কোন পাচারকারী গ্রেপ্তার নাহওয়া নানা ধরণের প্রশ্ন দেখা দিয়েছে।



 

Show all comments
  • দীনমজুর কহে ৭ অক্টোবর, ২০১৯, ১০:১৯ এএম says : 0
    নিতি নৈতিকতা বির্বজিত অপসাংস্ক্রি,আর মাদক গোটা তরুন সমাজকে দেউলিয়া করে দিতে পারে।আর কোন দেশের তরুন সমাজ কে যদি দেঊলিয়া করে দেওয়া যায়, তবে ঐ দেশ দখল করে নিতে কামান বন্দুক প্রয়োজন হয়না। এ থেকে মুক্তি চাই।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ