গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সদস্যের পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি নিয়োগের শর্ত ভঙ্গ করে গত বছর ২৮ জুন নিজ কর্মস্থলে যোগদান করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, মূল কর্মস্থলে যোগদানের ফলে তার নিয়োগের আর বৈধতা নেই। বিগত ১৫ মাস ধরে সদস্য হিসেবে তিনি অবৈধভাবে সরকারের সব সুযোগ সুবিধা ভোগ করছেন ।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন অবসর প্রস্তুতির জন্য ইউজিসি ও মন্ত্রণালয়কে না জানিয়েই ওই বিশ্বদ্যিালয়ে যোগদান করেন। এটি চাকরি বিধি পরিপন্থি।
ইউজিসি সূত্রে জানা গেছে, অধ্যাপক আখতার হোসেন ২০১৬ সালের ১ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেষণে চার বছরের জন্য ইউজিসির সদস্য পদের জন্য নিয়োগ আদেশ পান। সদস্য পদে যোগদান করেন ওই বছর ১৪ জানুয়ারি। সেই হিসেবে তার মেয়াদকাল ২০২০ সালের ১৩ জানুয়ারি। নিয়োগের শর্ত অনুযায়ী তিনি চার বছর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তার দায়িত্ব শেষে নিজ কর্মস্থলে ফিরে যাবেন। সদস্য হিসেবে যোগদানের পর নির্দিষ্ট মেয়াদে অন্য কোনও প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন না। মূল কর্মস্থলে যোগদান করতে হলে তাকে সদস্য পদ থেকে অব্যাহতি নিতে হবে। কিন্তু অব্যাহিত না নিয়েই তিনি মূল পদে যোগদান করেছেন এবং সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
গত বছর ১৪ জানুয়ারি মূল পদে যোগদানের পর তার নিয়োগ বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির কয়েকজন কর্মকর্তা। তাদের অভিযোগ একজন সদস্য বেতন-ভাতা, বাসাভাড়া, বাসার কুকের বেতন-ভাতাসহ তার পেছনে সরকারের প্রতি মাসে ৩ লাখ টাকারও বেশি খরচ হয়। সেই হিসেবে গত ১৫ মাসে তার পেছনে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।
সদস্য থাকাকালে মূল পদে যোগদানের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ভিসিদের ক্ষেত্রেও এমনটা হয়, চার বছরের জন্য নিয়োগে রয়েছেন, কিন্তু তার অবসরে যাওয়ার সময় হয়ে গেছে। এসব ক্ষেত্রে মূল পদে যোগদান করে আবার ফিরে এসে যোগদান করতে হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল পদে যোগদানের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, বিষয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে পদ্ধতিগ ত্রুটি হতে পারে। এটি অসাবধানতা বা অজ্ঞতাবশত এই ত্রুটি। যদি এটি হয়ে থাকে তাহলে ভূতাপেক্ষভাবে সংশোধন করা যেতে পারে। মূল পদে পেনশনের জন্য যোগদান করেছি। তবে প্রেসিডেন্টের আদেশ চূড়ান্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।