বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর শহরের মেঘনা নদীর মোহনা মোলহেডে বজ্রপাতে একই পরিবারের ৪জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার সময় ঝড়ো বৃষ্টির সময় হঠাৎ করেই মোলহেডে বজ্রপাতে একই পরিবারের ৪ সদস্য নিহত হয়।
নিহতরা হলো অহিদা বেগম (৬৫), তার মেয়ে রেহেনা বেগম ৩৫, রেহেনা বেগমের বড় ছেলে সাব্বির (১৪), মেয়ে সামিয়া (১০)।
নিহতদের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বলে জানাগেছে। চাঁদপুর মোলহেডে ঘুরতে এসেছিল তারা।
চাঁদপুর ২’শ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিবুল আহসান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
চাঁদপুর সদর থানার ওসি নাসিমউদ্দিন জানান, নিহতরা কুমিল্লা চান্দিনা থেকে চাঁদপুরে ঘুরতে এসেছিল। বজ্রপাতে তারা আহত হয়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহতদের ঠিকানা সংগ্রহ করে তাদের পরিবারকে খবর দেয়ার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।