বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূজা দেখতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল মিয়া (১৬) নামক এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত মধ্য রাতে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে।
নিহত সোহেল উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি পূর্ব পাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সে কেন্দুয়ায় একটি ওয়ার্কশপে কাজ করত।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল তার বন্ধুদের নিয়ে শনিবার রাতে দুর্গা পূজা দেখতে বের হয়। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে রাত সাড়ে ১১টার দিকে নোয়াদিয়া গ্রামে পূজা মন্ডপ পরিদর্শনকালে স্থানীয় ছেলেদের সাথে তাদের ঝগড়া হয়। এরই জের ধরে রাত ১২টার দিকে নোয়াদিয়া গ্রামের ছেলেরা ডাউকি গ্রামের ছেলেদের ধাওয়া করে। এ সময় প্রতিপক্ষের ছেলেরা সোহেলের পেঠে ছুরিকাঘাত করলে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাত ২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষনা করে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।