নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব নিয়েছে প্রায় ছয়মাস। এই সময়ের মধ্যে তারা কেবল দ্বিতীয় বিভাগ হকি লিগই শেষ করতে পেরেছে। অবশ্য ছয়মাসের দায়িত্বকালে বাহফে’র নতুন কমিটি নারী হকি নিয়েও কাজ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো অনূর্ধ্ব-২১ নারী দলের এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণ। বছরের তিনমাস বাকি থাকলেও এখনো ক্লাব কাপ ও ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে তোড়জোড় দেখা যাচ্ছেনা বাহফে কর্তাদের। ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ সিঙ্গাপুরে অবস্থান করায় কেউ নির্দিষ্ট করে বলতেও পারছেন না কবে ক্লাব কাপ টুর্নামেন্ট ও প্রিমিয়ার লিগ শুরু হবে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে না খেলা ঊষার ভাগ্যেই বা কি রয়েছে তা জানেন না কর্তারা। তবে সাধারণ সম্পাদক দেশে না থাকলেও ক্লাব কাপ ও প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে নিজেদের অবস্থান জানান বাহফে’র যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত। শনিবার তিনি বলেন,‘ক্লাব কাপ ও প্রিমিয়ার হকি ঠিকই মাঠে গড়াবে। কোন সমস্যা নেই। এখনো তিনমাস সময় হাতে রয়েছে। নির্দিষ্ট সময়েই আমরা ক্লাব কাপ ও প্রিমিয়ার লিগ আয়োজনের চেষ্টা করবো। তবে এর আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলতে সোমবার ঢাকায় আসছে ওমান যুব হকি দল। তাদের খেলা শেষ হলেই আমরা কার্যনির্বাহী কমিটির সভায় বসে সিদ্ধান্ত নেবো কবে ক্লাব কাপ টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্ট শেষে দলবদলের পর প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। আমরা চেষ্টা করবো এবছরই প্রিমিয়ার লিগ শুরু করতে।’ তবে ঊষার ভাগ্যে কি ঘটবে তা নিশ্চিত করে বলতে পারলেন না কিসমত। তার কথায়, ‘হকির গভর্নিং কমিটির সভা হবে। সেখানেই সিদ্ধান্ত হবে ঊষার বিষয়ে। আমার মনে হয় অধিকাংশ ক্লাব সমর্থন দিলেই ঊষা খেলতে পারবে।’ বাহফে সদস্য রফিকুল ইসলাম কামাল বলেন, ‘প্রিমিয়ার লিগের মৌসুম সাধারণত হবে ২০১৯-২০। তাই খেলা গড়াতে জানুয়ারি মাসও লেগে যেতে পারে। এতে কোন সমস্যা নেই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।