বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশে যে পেঁয়াজ আমদানি হয়, সেটি মূলত আসে ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে। এই জেলার প্রায় ২০০টি বাজার থেকে বাংলাদেশে পেঁয়াজ আসে। সেখান থেকে ২২৫টি পেঁয়াজের ট্রাক ভারত-বাংলাদেশ সীমান্তে আটকে ছিল। ৬ হাজার ৭৫০ টন পেঁয়াজবাহী ট্রাকগুলো গত শুক্রবার সীমান্ত অতিক্রম করেছে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন মহারাষ্ট্রের সংসদ সদস্য ভারতী পায়ার।
এদিকে গত ২৯ সেপ্টেম্বর হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজের রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত সরকার। এরপর প্রথমবারের মতো গত শুক্রবার (অক্টোবর ৪) দেশটি থেকে পেঁয়াজের এই ট্রাকগুলো সীমান্ত অতিক্রমের অনুমতি পায়।
সম্প্রতি মহারাষ্ট্রে বন্যার কারণে ভারতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পায়। আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ করে পেঁয়াজের রফতানি বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বেড়ে যায় পেঁয়াজের মূল্য।
বর্তমানে ভারত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নরন্দ্রে মোদির সরকারকে বাণিজ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।