Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ডেঙ্গু রোগী কমেছে

ইনকিলাব প্রতিবেদক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ৫:১৩ পিএম

শনিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত এক সপ্তাহে ডেঙ্গু রোগে আক্রান্তের চিত্র গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৯ জন যা গতকাল ছিল ৩২৬ জন। ভর্তি হওয়া রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় কমেছে ১৮ শতাংশ। ঢাকায় ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা ৬০ জন আর ঢাকার বাইরে ২০৯ জন। গতকাল ঢাকায় ছিল ৭৮ জন ডেঙ্গু রোগী। আর ঢাকার বাইরে ছিল ২৪৮ জন।

৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ১৯০ জন। দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন এক হাজার ৭৭ জন। গতকাল এই সংখ্যা ছিল এক হাজার ৩৯৮ জন।

এর মধ্যে ঢাকার ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৯৫ জন রোগী। ঢাকার বাইরে ভর্তি আছেন ৯৮২ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৬১৬ জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ৯০৩ জন।

বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩৬ জন রোগী মারা গেছেন বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটিকে জানানো হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮১ জন ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ