Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আগুন আতঙ্কে হুলস্থূল, আহত অর্ধশত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ৯:৫৮ এএম

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ফ্লোরে পড়ে বিকট শব্দে বিস্ফোরণ ও আগুন আতঙ্কে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। আগুন আতঙ্কে নামতে গিয়ে নার্স, রোগী ও রোগীর স্বজনসহ অর্ধশত লোক আহত হয়।

৪ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৯টার সময় হাসপাতালের ৪র্থ তলায় মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডের সব রোগী আগুন আগুন চিৎকার করে নিচে নেমে আসে।

আগুন আতঙ্কে নামতে গিয়ে নার্স, রোগী ও রোগীর স্বজনসহ অর্ধশত আহত হয়। রাত সোয়া দশটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসও আসে।

স্থানীয় লোকজন রোগীদের পুনরায় হাসপাতাল বেডে নেয়ার জন্য সহযোগিতা করতে দেখা যায়।

উল্লেখ্য, আগুন নিয়ে এতো হুলস্থুল কান্ড হলেেও শেষ পর্যন্ত কোথাও কোনো আগুনের আলামত পাওয়া যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ