নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
‘দ্য হানড্রেড’ ক্রিকেটের ড্রাফট তালিকায় বিশ্বসেরা অলাউন্ডার সাকিব আর হাসান ছাড়াও থাকছে আরো পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন-তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
ক্রিকেটের এই নতুন সংস্করন ‘দ্য হানড্রেড’ আগামী বছরের ১৭ জুলাই থেকে ৮টি দল দিয়ে শুরু হবে ইংল্যান্ডে। ১০০ বলের এই ক্রিকেটের জন্য মোট ১১টি ক্রিকেট খেলুড়ে দেশের ১৬৫ জন বিদেশি খেলোয়াড়ের ড্রাফট তালিকা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাদের মধ্যে আছেন বাংলাদেশের এই ছয়জন। এছাড়াও আয়ারল্যান্ড, আফগানিস্তান, নেপালের ক্রিকেটারও থাকছেন।
প্রথম ক্যাটাগরিতে আছেন আট জন ক্রিকেটার। যাদের শীর্ষ মূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, কুইন্টন ডি কক, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, ক্রিস গেইল ও লাসিথ মালিঙ্গা আছেন এই শীর্ষ তালিকায়।
সাকিব ও তামিম আছেন দ্বিতীয় সর্বোচ্চ মূল্য তালিকায়। যাদের সঙ্গে আছেন আরো ১৫ ক্রিকেটার। দ্বিতীয় শীর্ষ মূল্য তালিকায় আছেন টি-টোয়েন্টির বেশ কয়েকটি বড় নাম। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রশিদ খান, কাইরন পোলার্ড, শহীদ আফ্রিদি ও গ্লেন ম্যাক্সওয়েল। নতুন সংস্করণে শুরুতে খেলার কথা ছিল এবিডি ভিলিয়ার্সেরও। তবে সাবেক প্রোটিয়া অধিনায়ক এখনও অনিশ্চিত। এছাড়া ভারত থেকে কেবল ড্রাফটে আছেন হরভজন সিং।
এই ড্রাফট তালিকায় ১৬৫ জন খেলোয়াড়ের জন্য সাতটি ধাপে মূল্য নির্ধারণ করা হয়েছে। ১ লাখ ২৫ হাজার পাউন্ড ও ১ লাখ পাউন্ডের পরের ধাপগুলো হলো ৭৫ হাজার পাউন্ড, ৬০ হাজার পাউন্ড, ৫০ হাজার পাউন্ড, ৪০ হাজার পাউন্ড ও ৩০ হাজার পাউন্ড। তালিকায় ৬৭ জন ক্রিকেটার মূল্য উন্মুক্ত রাখা হয়েছে। টুর্নামেন্টে প্রতিটি দল তাদের একাদশে তিনজন বিদেশি ক্রিকেটারকে রাখতে পারবে। আগামী ২০ অক্টোবর শুরু হবে নিলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।