Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

চাঁদপুর শহরে গ্যাস সঙ্কট

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সঙ্কট দেখা দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে শহরের অনেক এলাকায় চুলা ঠিকমতো জ্বলছে না। গ্যাস সঙ্কটের কারণে বাসা-বাড়িতে গৃহিনীরা চরম সমস্যায় পড়ছেন। দিনের বেলায় গ্যাস সঙ্কটের পাশাপাশি রাতেও সঙ্কট দেখা দিচ্ছে। জানা গেছে, শহর ও শহরতলীর কোনো কোনো এলাকায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্যাস থাকে না। এরপর গ্যাসের চাপ বেড়ে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। চাঁদপুর শহরের নতুনবাজার মাদরাসা রোড, বঙ্গবন্ধু সড়ক, পুরাণবাজারের নিতাইগঞ্জ, মোম ফ্যাক্টরী, হরিসভাসহ বিভিন্ন এলাকায় অসংখ্য অভিযোগ রয়েছে গ্যাস নিয়ে। মোম ফ্যাক্টরী শেখ বাড়ির আ. রাজ্জাক শেখ জানান, সকাল হতে বেলা ১টা পর্যন্ত গ্যাস থাকে না। নিতাইগঞ্জের বাসিন্দা জুয়েল জানান, তারাও একই ভোগান্তির শিকার। এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক শহরের অনেক এলাকায় এবং মতলবে গ্যাস সমস্যার কথা স্বীকার করে বলেন, গ্যাসের ট্রান্সমিশন লাইনে সমস্যার কারণে চাঁদপুরের অনেক এলাকায় পিক আওয়ারে গ্যাস থাকে না। বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। ঠিক করতে সময় লাগবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ