নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অন্যরকম ‘অভিষেকে’র সামনে পাকিস্তান। ক্রিকেট বিশ্বে বহু ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা নামটি এবার নেদারল্যান্ডের বিপক্ষে ‘অভিষেক’ ওয়ানডে সিরিজে প্রতিপক্ষ হতে যাচ্ছে। ইংলিশ কন্ডিশনে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে নামার আগে পাকিস্তান খেলবে তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ডাচদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে সরফরাজের দল। এছাড়া, আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৯২ বিশ্বকাপজয়ীরা খেলবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।
৪, ৭ আর ৯ জুলাই পাকিস্তান-নেদারল্যান্ডস তিনটি ওয়ানডে খেলবে। আর ১২ এবং ১৪ জুলাই আইরিশদের বিপক্ষে সফরকারীরা খেলবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এই পাঁচটি ম্যাচ খেলেই প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ উল হকের পাকিস্তানকে নামতে হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তিনটি টেস্ট। ৩০ জুলাই শুরু হবে প্রথম টেস্ট। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে সরফরাজ আহমেদের দলটি। ২৯, ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।
এর আগে আইসিসির ভিন্ন তিন ইভেন্টে পাকিস্তান-নেদারল্যান্ডস মুখোমুখি হলেও এবার প্রথমবারের মতো দুই দল সিরিজ খেলবে। আগের তিন দেখাতেই শেষ হাসি নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি। লাহোরে ১৯৯৬ বিশ্বকাপের আসরে পাকিস্তান জিতেছিল ৮ উইকেটে আর পার্লে ২০০৩ বিশ্বকাপে জিতেছিল ৯৭ রানের ব্যবধানে। এছাড়া, ২০০২ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কলম্বোতে পাকিস্তান জিতেছিল ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।