Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মদ ও ফেনসিডিল আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ৬:৫০ পিএম

নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল আটক করেছে। ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান পিবিজিএম, জি-প্লাস বলেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাগল দেওয়ান বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা রুপনারায়ণপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৭০ বোতল ফেনসিডিল আটক করে। অপর দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার সুবেদার নুরুল আমিনের নেতৃত্বে কল্যাণপুর নামকস্থানে অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেনসিডিল আটক করা হয়। এদিকে পতœীতলা উপজেলার সোনাডাঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার শামসুল আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা ময়নাকুড়ি নামক স্থানে অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় ম্যাগডুয়েল মদ আটক করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনসিডিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ