Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মসজিদে নববীর ইমামের আগমনে মসজিদে গাউছুল আজমে মুসল্লিদের ঢল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ৬:০১ পিএম | আপডেট : ৬:৩৬ পিএম, ৪ অক্টোবর, ২০১৯

রাজধানীর মহাখালীস্থ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ও মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে পবিত্র মদীনা শরীফের মসজিদে নববীর ইমাম, মসজিদুল হারমাইনের শিক্ষক ও রাবেতা আলম ইসলামিয়ার উপদেষ্টা ড. আহমদ হামেদ জিলান তাশরিফ আনেন এবং মসজিদে গাউছুল আজমের জুম্মার সালাতের ইমমতি করেন। সেমসয় স্বাগত বক্তব্যে জমিয়াতুল মোদার্রেছীন ও মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বলেন, আল্লাহর অশেষ রহমত ও কৃপায় আমরা এমন একজন মানুষকে কাছে পেয়েছি জিনি নিস্বন্দেহে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভূক্ত। তাঁর কথা শোনা ও তার পিছনের নামাজ আদায় করতে পারাটা ভাগ্যের ব্যাপার। সম্মানিত মেহমান তাঁর বক্তব্যে পরস্পর ভ্রাতিত্ববোধ, আন্তারিকতা, দেশপ্রেমের কথা বলেন। দেশের জন্য বর্তমান প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের অবদানের কথা স্বরণ করেন। সবশেষে উপস্থিত মুসল্লিদের তাঁর প্রতি আগ্রহ ও ভালবাসা দেখে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ভবিষ্যতে যদি কখনো বাংলাদেশে আসেন তাহলে অবশ্যই মসজিদে গাউছুল আজমে আসবেন বলে প্রতিশ্রুতি দেন। এসময় আরো বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ। নামাজ শেষে সম্মানীত মেহমান মুসলিম উম্মাহর শান্তি বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ উপলক্ষ্যে মসজিদে গাউছুল আজমে নারী পুরুষ মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ