Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবেশের অপেক্ষায় ৬৫ পেঁয়াজ বোঝাই ট্রাক

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ১:৫৮ পিএম

হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশের অপেক্ষায় ভারতের অভ্যন্তরে আটকে থাকা ৬৫টি পেঁয়াজ বোঝাই ট্রাক। তাই ছুটির দিনেও খোলা রাখা হয়েছে হিলি বন্দরের সকল কার্যক্রম। শুক্রবার সকাল ১১টার পর থেকেই পেঁয়াজগুলো বন্দরে প্রবেশের কথা রয়েছে। গতকাল রাতে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে ভারতের ব্যবসায়ীরা। এর পেরিপ্রক্ষিতে আজ শুক্রবারেও হিলি স্থলবন্দর খোলা রাখা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে নির্ধারিত মূল্যে প্রচুর পরিমাণ পেঁয়াজের এলসি করেছিলো বন্দরের ব্যবসায়ীরা।

হঠাৎ করে গেল রোববার ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় ভারতের অভ্যন্তরে আটকে যায় ২৮ ই সেপ্টেম্বরের পুরনো এলসি করা ৬৫ টি পেঁয়াজ বোঝাই ট্রাক। শুক্রবার সকাল থেকে সেই পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। যা বন্দরে প্রবেশ করলে পেঁয়াজের বাজার যেমন স্বাভাবিক হবে তেমনি আমরাও ক্ষতির হাত থেকে বাঁচব। ৬৫ টি ট্রাকে ১৫শ মেট্রিক টন পেয়াঁজ আমদানি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজ

১৬ জানুয়ারি, ২০২২
৩০ অক্টোবর, ২০২১
৮ জানুয়ারি, ২০২১
৩১ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ