Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরখাস্ত হতেই হল দুঙ্গাকে

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবলে কার্লোস দুঙ্গারকে নিয়ে সমালোচনা হচ্ছিল অনেক আগে থেকেই। সর্বশেষ কোপা আমেরিকার শতবর্ষী আসরে ব্যর্থতার পর সমালোচনায় নতুন মাত্রা যোগ করে। ২৯ বছর পর কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার এই ব্যর্থতা মেনে নিতে পারেনি ব্রাজিল ফুটবল ফেডারেশনও। শেষ পর্যন্ত তাই কোচের পদ থেকে বরখাস্ত হতে হল দুঙ্গাকে। শুধু দুঙ্গাকে নয় তার সহকারীসহ পুরো কোচিং স্টাফকেই বরখাস্ত করেছে ব্রাজিল। এ বিষয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, ‘ব্রাজিল দলের টেকনিক্যাল স্টাফদের বরখাস্ত করা হয়েছে। টিম সমন্বয়ক গিলমার রিনাল্ডিসহ কোচ দুঙ্গা ও তার সহকারীদের ছেঁটে ফেলা হয়েছে।’ ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়াই দুঙ্গাকে ছাটাই করা হয়েছিল। গেল বিশ্বকাপে জার্মানির কাছে সেই লজ্জাজনক হারের (৭-১) পর আবারো ফিরিয়ে আনা হয় তাকে। লাতিন আমেরিকার ফুটবলের ঐতিহ্যের বিপরীতে শুরু থেকেই তার রক্ষণাত্মক কৌশলের সমালোচনা হয়েছে বারংবার। দুঙ্গা দলের দায়িত্ব নেয়ার পর তেমন একটা সফলতার দেখা পাননি। নিজের প্রথম মেয়াদেই ২০১৫ সালের কোপা আমেরিকাতেও ব্যর্থ হন তিনি।  কিছুদিন আগে স্বয়ং ব্রাজিল কিংবদন্তি পেলেও দুঙ্গার প্রতি আস্থাহীনতার কথা জানান। আগের আসর থেকে দুঙ্গার দল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে, এবার নিতে হল গ্রুপ পর্বেই। এছাড়া দক্ষিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ব্রজিলের অবস্থানও ভালো নয় (ষষ্ঠ)। দ্বিতীয়বারের সুযোগটিও কাজে লাগাতে পারলেন না দুঙ্গা।
বিশ্ব ফুটবলের সবচেয়ে তপ্ত এই আসনের জন্য বেশ জোরেশোরে শোনা যাচ্ছে ৫৫ বছর বয়সী অ্যাডিনর লিওনার্দো বাচ্চি টিটোর নাম। তবে এ ব্যাপারে এখনও কিছু নিশ্চিত করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই তালিকায় আরও রয়েছেন জর্জিনহো এবং আবেল বাগ্রা। এর মধ্যে এগিয়ে টিটোই। আর নতুন কোচ নির্বাচনের কাজও নাকি  ব্রাজিল অনেকটা গুছিয়েও এনেছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়াটাই বাকি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরখাস্ত হতেই হল দুঙ্গাকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ