Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে এতিমখানার বহুতল ভবন উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ঢাকার অদূরে আশুলিয়া থানার পাশে বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর প্রায় ১৬ একর নিজস্ব জমিতে নির্মাণাধীন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ভবন, আল্লামা মোহাম্মদ আব্দুল্লাহিল কাফী আল কুরায়শী মডেল মাদরাসা, কেন্দ্রীয় এতিমখানাসহ বিভিন্ন প্রজেক্ট চলমান এবং জমঈয়তে উন্নয়নমুখী কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এতিমদের পৃষ্ঠপোষকতা করা, তাদের সাথে সদাচরণ করা এসবই মহৎ কাজের অংশ। পবিত্র কুরআনেও এতিমদের সাথে ভালো আচরণ করতে বলা হয়েছে। এ জাতীয় অনেক সেবামূলক কাজ জমঈয়ত করছে। আসুন আমরা জমঈয়তের সৃষ্টিশীল কাজকে উৎসাহিত করি।

জমঈয়তে আহলে হাদীস-এর অন্যতম উপদেষ্টা, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ গতকাল কেন্দ্রীয় এতিমখানার বহুতল ভবন উদ্বোধনপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকার এডিসি তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ও সাভার মডেল থানার ওসি এফএম সায়েদ, আশুলিয়া থানার ওসি রেজওয়ানুল হক।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আযহার উদ-দীন। উপস্থিত ছিলেন জমঈয়তে আহলে হাদীস-এর উপদেষ্টা এম. এ সবুর, সহ-সভাপতি ও সাবেক আইজিপি মুহাম্মদ রুহুল আমীন, প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, অধ্যাপক ড. আহমাদুল্লাহ, মুঞ্জুরে খোদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ