Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জামিনের পরও মুক্তি না দেয়ার ঘটনা ক্ষমা চেয়ে পার পেলেন ২ জেল সুপার ও আইনজীবী

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হাইকোর্টে জামিনের পরও আসামিকে মুক্তি না দেয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়ে পার পেলেন দুই জেল সুপার ও সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল বুধবার ক্ষমা প্রার্থনার পর ওই তিনজনকে সতর্ক করে অব্যাহতি দেন বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালত তাঁদের বলেন, আপনারা ক্ষমা চেয়েছেন বলে কোনো অ্যাকশনে যাচ্ছি না। আদালত আরো বলেন, অ্যাডভোকেট অন রেকর্ডের ল’ইয়ার সার্টিফিকেটের ভিত্তিতে জামিনপ্রাপ্ত আসামিকে কারামুক্তি না দেয়াটা বেআইনি।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, অর্থ পাচারের অভিযোগে গত ২ জানুয়ারি রামপুরা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় গত ৮ মে পাঁচ আসামিকে জামিন দেন হাইকোর্ট। গত ১৬ মে জামিননামা কারাগারে পৌঁছার পর দুই আসামিকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু অ্যাডভোকেট অন রেকর্ড চিঠির পরিপ্রেক্ষিতে অপর তিন আসামি গিয়াস উদ্দিন, আমিনুর রহমান ও ওসমান গণিকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ। পরে আসামিপক্ষের আইনজীবী বিষয়টি হাইকোর্টের নজরে আনেন। এরপর গত ৫ জুন তিনজনকে আদালতে তলব করেন। ওই তলবের পরিপ্রেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার জাহাঙ্গীর কবির, গাজীপুর কাশিমপুর কারাগার-১-এর জেল সুপার সুব্রত কুমার বালা ও অ্যাডভোকেট অন-রেকর্ড সুফিয়া খাতুন ৯ জুন সশরীরে আদালতে উপস্থিত হন। ওই দিন আদালত তাঁদের ১৩ জুন লিখিত ব্যাখ্যা জমা দেয়ার নির্দেশ দেন। লিখিত ব্যাখ্যা দেয়ার বিষয়ে আদেশের জন্য গতকাল ছিল। আদেশে তাদেরকে সতর্ক করে এ অব্যাহতি দেন  আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিনের পরও মুক্তি না দেয়ার ঘটনা ক্ষমা চেয়ে পার পেলেন ২ জেল সুপার ও আইনজীবী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ