Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মওকা পেয়েছেন ট্রাম্প

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রক্তের দাগ এখনো শুকায়নি। সব ভুক্তভোগী এখনো শনাক্ত হননি। কিন্তু রাজনীতি ঠিকই শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে বন্দুকধারীর চালানো হত্যাযজ্ঞ নিয়ে রাজনীতি শুরু করেছেন দেশটির রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে নৃশংস এই ঘটনাকে ব্যবহার করতে কালবিলম্ব করেননি তিনি। রীতিমত অরল্যান্ডো হত্যাযজ্ঞে মওকা পেয়েছেন ট্রাম্প। এই ঘটনা তাঁর জন্য সুবিধাই বয়ে এনেছে। তিনি একে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লোটার সব চেষ্টা করবেন বলে প্রতীয়মান হয়। তাঁর সেই চেষ্টা ইতোমধ্যে কাজ করতে শুরুও করেছে। গত শনিবার গভীর রাতে অরল্যান্ডো শহরে অবস্থিত সমকামীদের একটি নাইট ক্লাবে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনের গুলিতে ৪৯ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। পরে সেখানে পুলিশি অভিযানে হামলাকারীও নিহত হন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে কোনো বন্দুকধারীর একক হামলায় এত বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা আর ঘটেনি। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, হামলাকারী ওমর মতিন যে বৃহত্তর কোনো সন্ত্রাসী নেটওয়ার্কের দ্বারা চালিত হয়েছেন, তার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। তিনি হয়তো নিজেই উগ্রবাদে অনুপ্রাণিত হয়েছিলেন। ওমর মতিন স্বদেশী উগ্রবাদের উদাহরণ। টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মওকা পেয়েছেন ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ