Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুসংস্কার মানতে গিয়ে কয়লার আগুনে বাপ-বেটা দগ্ধ

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কয়লার কড়া আগুন। রক্ত বর্ণের আগুন ঝলছে। এর ওপর দিয়ে ছয় বছরের ছেলেকে নিয়ে হাঁটতে শুরু করলেন বাবা। কিন্তু এই কুসংস্কার মানতে গিয়ে আগুনে পুড়ে দগ্ধ হতে হয়েছে বাপ-বেটা দুজনকেই। গত রোববার (১২ জুন) এমনই ঘটনা ঘটেছে পাকিস্তান-ভারত সীমান্তের রাজ্য পাঞ্জাবের জলন্ধরে। গত মঙ্গলবার (১৪ জুন) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, এ সময়টায় রাজ্যের কাজি মান্ডিতে মা মারিয়াম্মার উত্সব চলে। উৎসব উপলক্ষে গোটা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পুণ্যার্থী আসেন। জলন্ত কয়লার আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়াই এই উৎসবের প্রথা। ছয় থেকে ষাট বছরের বুড়োরাও ওই সংস্কার মেনে চলেন। রোববার সে প্রথা মেনেই কার্তিক এবং তার বাবাও আগুনের উপর দিয়ে হাঁটছিলেন। নিয়ম মতো আগুনের উপর দিয়ে হাঁটার আগের সাত দিন উপোস থাকতে হয়। সে রীতিও মেনেছিলেন বাবা-ছেলে। এরপর ছেলেকে কোলে নিয়ে জলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা শুরু করেন তারা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুসংস্কার মানতে গিয়ে কয়লার আগুনে বাপ-বেটা দগ্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ